Friday, August 13, 2021

জাফলং ভ্রমনে তথ্য গাইড

 

 

             জাফলং ভ্রমনে তথ্য গাইড

 


পুন্য ভূমি সিলেটের অত্যন্ত প্রসিদ্ধ একটি দর্শনীয় স্থান জাফলং। উঁচু উঁচু পাহাড়ে ঘেরা ভারত-বাংলা সীমান্তবর্তী জায়গাটি দেখতে প্রতিদিন ছুটে আসে হাজারো মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। প্রকৃতির  কন্যা নামে পরিচিত অনাবিল সৌন্দর্যে পরিপূর্ণ এই জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ জলধারা,ঝুলন্ত ডাউকি ব্রীজ,উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলং কে করেছে অনন্য। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে জাফলং এর প্রকৃতিও যেন তার সাজ মিলিয়ে নেয়। অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রতি নিয়ত ডাকতে থাকে প্রতিটি প্রকৃতি প্রেমী  ভ্রমণ পিপাসুকে।

 

জাফলং যাওয়ার উপায় :

প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলা ভূমি দর্শনে যাওয়া প্রতিটি মানুষের জন্য জানা প্রয়োজন জাফলং যাওয়ার উপায় গুলো কি কি? জাফলং যেতে হলে আপনাকে সিলেট পৌঁছুতে হবে আগে। সড়ক পথ , রেল পথ , বিমান পথ যে কোনোটি কে আপনি বেছে নিতে পারেন ক্ষেত্রে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ঢাকা থেকে সিলেট কিভাবে যাবেন:

ঢাকার সায়দাবাদ, ফকিরাপুল ,গাবতলী মহাখালী থেকে সিলেট গামী বাস গুলা পেয়ে যাবেন খুব সহজেই। ঢাকা থেকে সিলেট আর দূরত্ব ২৪০ কিলোমিটার। বাসে গেলে সাধারণত - ঘন্টা সময় লাগে। এসি বাস পেয়ে যাবেন জন প্রতি ১২০০-১৫০০ টাকার মধ্যে। নন এসি বাস পাবেন জনপ্রতি ৫০০-৭০০ টাকায়। ঢাকা থেকে সিলেট এর উদ্দেশে যাওয়ার জন্য যে বাস গুলি পাবেন গ্রীনলাইন ,সৌদিয়া ,এস আলম ,শ্যামলী ,এনা লন্ডন এক্সপ্রেস এগুলোর মধ্যে অন্যতম।

রেল পথে যেতে  চাইলে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন ,জয়ন্তিকা ,পারাবত অথবা কালনী এক্সপ্রেস পেয়ে যাবেন খুব সহজেই। এর মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনার সুবিধা মতো যে কোনো টি। ট্রেন ভেদে টিকেট এর মূল্য ৩০০-৮০০ টাকা। ট্রেনে যেতে সময় লাগবে - ঘন্টা।

সব চেয়ে কম সময়ে যেতে চাইলে আকাশ পথ  অর্থাৎ বিমানের বিকল্প নাই। তবে বেলায় আপনাকে গুনতে হবে ,০০০-১০,০০০ টাকা। শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ার টিকেট পায় যাবেন নির্ধারিত মূল্যে।

 

চট্টগ্রাম থেকে সিলেট যাত্রা:

 চট্টগ্রাম থেকে সিলেট যেতে হলে একই ভাবে বাস ,রেল বা বিমান যা কোনো টি আপনি বেছে নিতে পারেন। এসি ,নন এসি দুই ধরণের বাস পাবেন। এসি বাস এর ভাড়া ১১০০-১২০০ আর মধ্যে আর নন এসি বাস পাবেন ৬০০-৭০০ টাকায় গ্রীনলাইন , সৌদিয়া  সহ অনন্যা পরিবহনের বেশ কিছু বাস যায় চট্টগ্রাম থেকে সিলেটে। পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস এর ট্রেন পাবেন সিলেট যাওয়ার জন্য। শ্ৰেণী  অনুযায়ী ভাড়া ৪০০-১২০০ টাকার মধ্যে। বিমান যোগেও চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার সুযোগ রয়েছে।

 

সিলেট থেকে জাফলং যাত্রা পথ :

 সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব ৬০ কিলোমিটার। মোটামুটি ঘন্টা সময় লাগবে জাফলং পোঁছতে। বাস ,লেগুনা , মাইক্রোবাস কিংবা সিএনজি যে কোনটি তে যেতে পারেন জাফলং। জাফলং গামী বাস পাবেন কদমতলী থেকে। গেটলক বিরতিহীন বাস যাত্রী প্রতি  ১০০ টাকা আর লোকাল বাস ৭০ টাকা ভাড়ায় পেয়ে যাবেন ছাড়া সিলেট শহরের সোবহানী ঘাট থেকেও আপনি বাস পাবেন। বাস  ছাড়াও লেগুনা ,সিএনজি ,মাইক্রোবাসেও জাফলং যাওয়ার ব্যবস্থা রয়েছে।বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে পেয়ে যাবেন রিজার্ভ মাইক্রোবাস ,লেগুনা। শহরের যে কোনো জায়গা থেকে যানবাহন রিজার্ভ  পাওয়া যায় তবে বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে সেবাটি আপনি সহজে পাবেন। সিএনজি তে সর্বোচ্চ জন,লেগুনাতে ১০ জন এবং মাইক্রোবাস আসন অনুযায়ী যাত্রী নেওয়া হয়।

আসুন জেনে নেই জাফলং যাওয়া আসা সহ সারা দিনের জন্য এগুলোর ভাড়া কেমন -

লেগুনায় যাওয়া আসা সহ সারা দিনের জন্য ভাড়া ২২০০-২৫০০ টাকা। সিএনজি তে গেলে আপনাকে গুনতে হবে ১৫০০-২০০০টাকা।মাইক্রোবাস নিলে ভাড়া হবে ৩০০০-৫০০০ টাকা। গ্রুপ করে ঘুরলে গাড়ি রিজার্ভ করে যাওয়াই ভালো ,তবে গাড়ির ভাড়া দরদাম করে যাওয়ায় ভালো।ভাড়া ঠিক করার আগে কোন কোন জায়গা ঘুরতে চান তা জানিয়ে দরদাম করে নিবেন।

পিকনিকে বা সপরিবারে ঘুরতে আসলে গাড়ি নিয়ে সরাসরি জাফলং চলে আসতে পারেন। জাফলং যাওয়ার রাস্তাটি এখন অনেক ভালো। বর্তমানে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প হয়ে জাফলং জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটি অধিক জনপ্রিয়।

থাকার ব্যবস্থা:

জাফলং ভ্রমণে যাওয়া পর্যটকেরা সাধারনত রাতে সিলেট শহরেই ফায়ার আসেন।থাকার জন্য সুব্যাবস্থা আছে এখানে। শাহ্জালালের মাজারের আশেপাশেই বেশিরভাগ হোটেল গুলো অবস্থিত। এখানে বিভিন্ন মানের হোটেল পাওয়া যায়। কম খরচে থাকতে চাইলে দরগাগেইট এলাকায় ৫০০-১০০০ টাকায় অনেক হোটেল পাওয়া যায়

সিলেট শহরের ভালো মানের হোটেল গুলোর মধ্যে রয়েছে  হোটেলহলি গেইট ,হলি ইন ,লা ভিস্তা হোটেল,পানসি ইন ,হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল ,ব্রিটানিয়া হোটেল। এসব হোটেলে থাকতে খরচ হবে ২০০০-১০০০০টাকা।এর চেয়ে  ভালো চাইলে নিতে পারেন নিরভানা ইন ,হোটেল নুরহাজাহান গ্রান্ড,রোজি ভিউ হোটেল,নাজিমগর রিসোর্ট ,গ্রান্ড প্যালেস আর বুকিং।

 

আর জাফলং এর কাছেই আছে ল্যান্ডস্ক্যাপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্ট। যোগাযোগ করতে পারেন সেখানে। সরকারি রেস্ট হাউস রয়েছে ,তবে অনুমতি লাগবে এখানে থাকতে।

ভালো খাবারের সন্ধান:

জাফলং ভিউ রেস্টুরেন্ট,সীমান্ত ভিউ রেস্টুরেন্ট এবং জাফলং পর্যটক রেস্টুরেন্ট এগুলোর যা কোনটি তে আপনি পায় যাবেন ভালো মানের খাবার।এ ছাড়া শহর তলিতে পাবেন আরো অনেক রেস্টুরেন্ট। ভর্তা ,ভাজি ,মাছ মাংসের নানা পদের আয়োজন গুলো সকলের কাছে সমাদৃত। সকালের নাচটা পাবেন ১০০ টাকার ভেতরে আর দুপুরের খাবারে ১৫০-৩০০ টাকাতেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় আহার।

 

আসুন এবার কিছু ভ্রমণ টিপস জেনে নেওয়া যাক:

Ø  প্রকৃততির কাছে গেলে প্রশান্তি আসে ,তাই অবশ্যই প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন।

Ø  গ্রুপ করে ভ্রমণে খরচ কিছুটা সাশ্রয় হয়।

Ø  কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নিন।

Ø  মনে রাখবেন জাফলং সীমান্ত এলাকা তাই সীমিত আইন মেনে চলুন।

Ø  পাথর উত্তোলনের ফলে নদীর বিভিন্ন জায়গার গভীরতা একটু বেশি তাই পানিতে নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

Ø  ভ্রমণের সময় অবশ্যই প্রয়োজনীয় ওষুধ গুলো সাথে রাখবেন

Natural Beauty of Srimongol

 

             

                                                            Tea garden of srimongol


"Srimongal" is a place of green environment in Bangladesh. Around this place, there are tea gardens, forest areas, and hills. It is the most wonderful place to pass a holiday in the Sylhet division. It is well known for the biggest tea garden in the world. This land is covered by blossoming green carpet.


One can have a trip into the stunning tea giving out at Tea Research Institute.Our country manufactures and exports a large amount of high-quality tea annually. There are a good number of tea estates in Sremongol.



Srimongol Tea Garden is also known as camellia or Tea Mountain. There are a lot of tea properties, some of them are the biggest ones in the world. The terraced tea garden, rubber garden, lemon and pineapple plantations add extra beautiful scenery. It is also known as the tea capital in Bangladesh. Just offer toward the inside into the tea estates the nice smells and green beauty make ones mind fresh.


Srimongol is reachable by rail, bus, or personal vehicle. It will finest to call ahead if arriving by train. Then somebody can arrange transport to eco-cottages. If visitors have not been to Srimongol before, then it's important to have proper guidelines by local people. For those who are recognizable with this Tea location, Resort visitors need to continue forwards past the tea resort gate. Resort Grand Sultan is situated there. Then have to continue for another little hundred of meters there will be a small village. In that place, visitors can find a cottage or concrete building with a small veranda out the front side.


 Sremongol has known as the land of two leaves and a bud. There are some nice hotels located in Srimongol, where visitors can stay. If they can stay in the Tea garden that will give a special type of memorable incident. Every year a lot of people from Bangladesh and other countries come here in the winter season. To enjoy the beauty of nature you are invited.

জাফলং ভ্রমনে তথ্য গাইড

                  জাফলং ভ্রমনে তথ্য গাইড   পুন্য ভূমি সিলেটের অত্যন্ত প্রসিদ্ধ একটি দর্শনীয় স্থান জাফলং। উঁচু উঁচু পাহাড়ে ঘ...